মান্থা সম্প্রদায়।। মান্থা বাংলাদেশ ও ভারতের একটি যাযাবর জনগোষ্ঠী। যারা সাধারনত নৌকায় বসবাস করে। তারা নৌকায় করে একেক সময় একেক জায়গায় অস্থায়ী ভাবে অবস্থান করে থাকেন। নদীতে নদীতে ঘুরে মাছ ধরা, সেগুলো বাজারে বিত্রি করাসহ বিভিন্ন রকম কর্মকান্ডের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। মান্থা’রা সাধারনত নৌকাকে বসবাস করার ঘর হিসেবে ব্যবহার করে। ধীরে ধীরে হারিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে মান্থা সম্প্রদায়। আজকের ভিডিওতে তুলে ধরেছি মান্থা সম্প্রদায়ের হালহকিকত।